বঙ্গবন্ধু-১’ নামে উৎক্ষেপণ করা দেশের প্রথম স্যাটেলাইটের আয়-ব্যয় কেমন, তার খোঁজ-খবর জানতে চেয়ে ‘হতাশাজনক’ জবাব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। তার প্রশ্নের জবাব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
মতবিনিময় সভার একপর্যায়ে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন করেন, ‘আমাদের প্রথম যে স্যাটেলাইট, তাতে যে ব্যয়; সে অনুযায়ী প্রাপ্তিটা কেমন?’ জবাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহিরুল ইসলাম উপদেষ্টাকে বলেন, ‘স্যাটেলাইটে খরচই বেশি হয়েছে। তাই প্রাপ্তি আশানুরূপ নয়।’