বাংলাদেশ ব্যাংকের সিলেটে অফিসে ভুয়া পরিচয়ে চাকরি করেছেন এক যুগ। ভুয়া পরিচয়পত্র ও জাল সনদে চাকরি নিলেও এক যুগেও ধরা পড়েনি। হেলপার টু প্লাম্বার পদে চাকরি নিয়ে পেয়েছেন পদোন্নতি, ভোগ করেছেন ব্যাংকের সব সুযোগ-সুবিধা। চাকরিতে থাকা অবস্থায় গৃহনির্মাণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৫৬ লাখ ৪৫ হাজার টাকা, যা সুদসহ বর্তমানে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯০ হাজার টাকা। এই টাকা পরিশোধ না করে তিনি এখন গা ঢাকা দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি চাকরিতে যোগদানের সময় দাখিল করা তথ্য অনুসারে, তার নাম মো. ফারুক মিয়া। বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার গান্দিনা গ্রামে। তারা বাবার নাম মো. আনোয়ার হোসেন। অনুসন্ধানে জানা যায়, তার প্রকৃত নাম মিনহাজ মিয়া। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া বালিয়া গ্রামের মো. আব্দুল জলিল মিয়ার ছেলে।