সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে হামলা চালিয়েছে ইসরাইল। মিডিয়া রিপোর্ট এবং একটি পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, সোমবার (১০ মার্চ) রাতে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, সোমবার রাতে হামলাগুলো রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে দুটি শহরে আঘাত হানে।
সানা জানায়, ইসরাইলি সামরিক বিমানগুলো দেরার উত্তরে জাবাব এবং ইজরা শহরের আশেপাশের এলাকায় বেশ কয়েকটি আঘাত হানে।
এদিকে, যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো শহরের দুটি সামরিক অবস্থানে প্রায় ১৭ টি হামলা চালায়।
তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা।
এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, আল-আসাদ সরকারের সেনাবাহিনীর ফাঁড়ি, অস্ত্রের ডিপো, রাডার, ট্যাঙ্ক এবং কামান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এগুলো দখল করার চেষ্টা করছিল বলেও জানানো হয়েছে।
ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে, ইসরাইল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এই বছর এ পর্যন্ত ২১টি নথিভুক্ত হামলা চালিয়েছে।