কাশিয়ানী প্রতিনিধি: ২২/১/২০১৮-
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পর্যায়ে যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় উপজেলার চাপ্তা সরদার বাড়ীতে এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কাশিয়ানী উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা পারভীন মনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হেলেন আক্তার, মফিজুর রহমান মফিজ প্রমুখ। এ সময় উপজেলার ৮ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।