জিবাংলানিউজ ডেস্ক: ১৭/৩/২০১৮-
ভোলায় ১৯৫ মণ জাটকাসহ ৯ জেলে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। শনিবার বিকেলে বরিশাল মেঘনা নদী সংলগ্ন ধুলখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
শনিবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শরিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোন সিজি স্টেশন বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশাল মেঘনা নদী সংলগ্ন ধুলখোলা এলাকা থেকে ১৯৫ মণ জাটকাসহ ৯ জেলেকে আটক এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ও নৌকার আনুমানিক মূল্য ২৮ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রে, মৎস্য কর্মকর্তা ও গণমাধ্যম উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আটককৃত ৯ জেলে ও নৌকা ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।