শহিদুল ইসলাম: ১১/৪/২০১৮-
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর
ইউনিয়নের বনগ্রামে তুলসী দাস মল্লিক নামে এক ব্যবসায়ীর মুদি দোকান আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে পুড়ে দোকানের বিভিন্ন মালামালসহ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যপারে মঙ্গলবার দোকান মালিক মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানাগেছে, প্রতিদিনের মতো তুলসী দাস মল্লিক দোকোনের ভিতরে ঘুমিয়ে থাকে সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কে বা কাহারা তার দোকানে আগুন লাগিয়ে চলে যায় । আগুন লাগার টের পেয়ে দোকান মালিক চিৎকার করলে স্থাণীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে দোকানের মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। দোকান মালিকের ছেলে নিখিল দাস মল্লিক বলেন, এর আগেও আমাদের দোকানে দুই দুই আগুন দেয়া হয়েছে। এব্যপারে মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পের আইসি নব কুমার ঘোষ বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।