জিবাংলানিউজ ডেস্ক: ২২/৪/২০১৮-
সিরিয়ার রাকায় একটি গণকবর থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যায়, সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটিতে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এতে প্রায় ২০০ মানুষের লাশ পাওয়া যায়। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ বলে ধারণা করা হচ্ছে । একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠে ওই গণকবরটি সন্ধান পাওয়া য়ায়।
দেশটির সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান জানান, ওই গণকবর থেকে ২০০ জন মৃহদেহের মধ্যে ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি লাশগুলো উদ্ধারের তৎপরতা চলছে।
প্রঙ্গত, সম্প্রতি সিরিয়া ও ইরাকের জিহাদি দখলকৃত বেশ কয়েকটি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে।