উজ্জ্বল রায়, নড়াইল: ২২/৯/২০১৮ >>
নড়াইল সদর থানার পুলিশের অভিযানে জাফর খানের ছেলে মাজেদুল ইসলাম (২৬),ও স্বপন রায়ের ছেলে সৌরাব রায় (২৮),কে ৫০ পিস ইয়াবাসহ তাদের শনিবার (২২সেপ্টেম্বর) হাতেনাতে গ্রেফতার করে নড়াইল সদর থানার তালতলা এলাকা থেকে। নড়াইল সদর থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে এ এস আই মনির,এ এস আই আনিচ,এ এস আই নজরুল এ অভিযান চালায়ে। তাদের বাড়ী নড়াইল পৌরসভাধীন বরাশুলা, এলাকায় মাজেদুল ও সৌরাব কে ঘুরাঘুরি করতে থাকে তাদের প্রতি সন্ধেহ হলে পুলিশ তাদের দিকে জিগ্ঘেসা করার জন্য, এগিয়ে যায়,পুলিশ দেখে মাজেদুল ও সৌরাব দৌড় দেয়, পুলিশও তাদের পিছু নিয়ে ধরে ফেলে এ সময় তাদের দেহতল্লসি করে ৫০পিছ ইয়াবাসহ মাজেদুল ও সৌরাবকে গ্রফতার করে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ৫০পিস ইয়াবাসহ মাজেদুল ও সৌরাবকে গ্রফতার করে, নড়াইল সদর থানার তালতলা এলাকা থেকে করেছে। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম জানান, নড়াইল সদর থানার পুলিশের অভিযানে মোট ৫০পিছ ইয়াবাসহ গ্রেফতার জনকে ২ জন, গ্রফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
|