শান্তকে খেলানো নিয়ে ভাবছে দল |
জিবাংলানিউজ ডেস্ক: ২৫/৯/২০১৮ >>
সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপে বাংলাদেশের তিন ক্রিকেটারের অভিষেক হয়েছে। নাজমুল ইসলাম অপু এবং আবু হায়দার রনি অভিষেক ম্যাচে খারাপ করেননি। তবে তিন ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি নাজমুল হোসাইন শান্ত।
ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো ব্যাট করেন তিনি। তবে এশিয়া কাপ দিয়ে শান্ত প্রমাণ করে দিয়েছেন, এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নন। তাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে যাওয়ার ম্যাচে শান্ত দলে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।
ওদিকে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে। আফগানদের বিপক্ষে দলে সুযোগ পেয়ে দারুণ ব্যাট করেছেন ইমরুল। এছাড়া সর্বশেষ ম্যাচে ওপেনিংয়ে কিছু রান পেয়েছেন লিটন দাস। কিন্তু ব্যর্থ হয়েছেন শান্ত। আর তাই সৌম্যকে খেলানোর ব্যাপারে ভাবা হচ্ছে। তবে এখনো তা টিম ম্যানেজমেন্টের বিবেচনার বিষয়।
নাজমুল হোসাইন তার খেলা তিন ম্যাচে মাত্র ২০ রান করতে পেরেছেন। তিন ম্যাচেই আউট হয়েছেন বাজে শট খেলে। কোচ বলেন প্রতিভা দেখিয়ে দলে জায়গা করে নেন শান্ত, 'আমরা শান্তকে বলেছিলাম তামিমের জায়গাটা নিতে। তরুণ এই ব্যাটসম্যান নিজের প্রতিভার স্বাক্ষর রেখেই দলে জায়গা পান।'
কিন্তু শান্ত সে সুযোগ নিতে পারেননি। দেখাতে পারেননি তার প্রতিভার ঝলক। রোডসের মতে, অবশ্যই আমরা ওপেনিং জুটিতে ভালো শুরুর প্রত্যাশা করেছিলাম। প্রত্যেক কোচই সেটা চান। কিন্তু সবসময় তা হয় না। আমাদের দূভাগ্য যে, তামিমের আঙুলের চোট আমাদের দলে একটা ধাক্কা হিসেবে এসেছে।'
আগামী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শান্ত দলে থাকবেন কিনা এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, 'নাজমুল এখনো যেহেতু ভালো করতে পারেনি দলে তার জায়গা নিয়ে আলাপ করা হবে। দল নির্বাচন করার ব্যাপারে আমরা সন্ধ্যায় (মঙ্গলবার) বসবো। মাশরাফি, আমি এবং নির্বাচকরা দল নিয়ে কথা বলবো। দল নিয়ে আমাদের পরিকল্পনার কথা এখন বলছি না। তবে ওপেনিং যেহেতু আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে বৈঠকে কথা বলতে হবে।'
|
|
|