আর্জেন্টিনার ফুটবল দল এখন বিশ্বসেরা। প্যারিস অলিম্পিকে তাই ফুটবলে সোনাজয়ের আশায় আর্জেন্টিনার সমর্থকরা। ফুটবলে এখনও আর্জেন্টিনা টিকে রয়েছে সোনার লড়াইয়ে।
তার আগেই অবশ্য দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন আর্জেন্টিনার সাইক্লিস্ট হোসে টরেস গিল। প্যারিস অলিম্পিকে বিএমএক্স ফ্রিস্টাইলে পুরুষদের পার্ক ফাইনাল জিতে সোনা পেয়েছেন তিনি।
এ সোনা জয়ের পথে বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন ২৯ বছর বয়সী গিল। সাইক্লিংয়ে এটিই আর্জেন্টিনার প্রথম ব্যক্তিগত সোনা। এবারের অলিম্পিকে প্রথম তো বটেই, রিও ২০১৬ অলিম্পিকের পর প্রথম স্বর্ণের পদক আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা।
ইভেন্টে সোনাজয়ী গিলের স্কোর ছিল ৯৪.৮২, গ্রেট ব্রিটেনের কিয়েরেন রেইলি ৯৩.৯১ স্কোর গড়ে রুপা ও ফ্রান্সের অ্যান্থনি জিনজিয়ান ৯৩.৭৬ স্কোর গড়ে পেয়েছেন ব্রোঞ্জ।