আর্থ্রাইটিস কী?
আর্থ্রাইটিস বলতে সাধারণত জয়েন্ট বা গাঁটের ব্যথাকে বোঝানো হয়। মানবদেহের বিভিন্ন অংশে দুটি হাড় যে অংশে মিশে তাকে জয়েন্ট বলা হয়। ছোট-বড় সব জয়েন্টেই আর্থ্রাইটিস হতে পারে। এক সময়ে বৃদ্ধরা আক্রান্ত হলেও সম্প্রতি সময়ে তরুণ এবং মধ্যবয়সীরা এরোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু হাড়ের স্বাভাবিক পরিবর্তন ও ক্ষয় হয়। সেখান থেকে এমন সমস্যা দেখা দিতে পারে। আবার অনেক সময় আঘাতের কারণেও আর্থ্রাইটিস হয়ে থাকে।
দেহের যেসব অংশে বেশি আর্থ্রাইটিস হয়ে থাকে : হাতের কব্জি, হাঁটু, কোমর, পায়ের গোড়ালি, কাঁধ, পিঠের নিচের অংশ (মেরুদণ্ড)।