বেশ কয়েক বছর ধরেই টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মজুমদার। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচারিত হচ্ছে। এবার নাম লেখালেন সরকারি অনুদানের সিনেমায়।
এ বিষয়ে সুবর্ণা জানান, আগামী মাস থেকে তিনি প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সনাতন’। এটি নির্মাণ করবেন জহির রায়হান। এ সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন ‘কণিকা’ নামের একটি চরিত্রে।