দক্ষিণ ভারতীয় তারকা শ্রুতি হাসান। সবশেষ বড় পর্দায় ২০২৩ সালে মুক্তি পায় তার বিগ বাজেটের সিনেমা ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর আর রুপালি পর্দা বা ওটিটি কোথাও অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে ২০২৫ সালের শুরুতেই এ নায়িকা বড় পর্দা মাতাতে আসছেন। ছবির নাম ‘কুলি’।
তারকাবহুল ‘কুলি’ মুক্তি পাবে ২০২৫ সালের ১২ জানুয়ারি। এরই মধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে প্রচারণা শুরু হবে বলে ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন এর পরিচালক লোকেশ কানাগরাজ। এরই মধ্যে কুলির বেশ কয়েকটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। শিগগির এর ট্রেলারও প্রকাশ করা হবে বলে জানান পরিচালক।