সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, পুুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাতের সংঘর্ষে তিনি নিহত হয়েছিলেন। দলটির এক এক্স-বার্তার বরাতে মঙ্গলবার (২৬ নভেম্বর) আল জাজিরা এ তথ্য জানায়।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি বলেছে, ইসলামাবাদের আশপাশে চলমান বিক্ষোভের মধ্যে তাদের একজন সদস্য গত রাতে রেঞ্জার ও পুলিশের হাতে শহীদ হয়েছেন।