ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভকারীরা ডি-চক দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডি-চক থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে তাজা গুলিও ব্যবহার শুরু করছে।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বিক্ষোভকারীদের অনেকে গুলতি এবং লাঠি হাতে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কেউ কেউ তাদের শেষ গন্তব্য ডি-চকে পৌঁছতেও সক্ষম হয়। কিন্তু আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছুড়লে ডি-চক ছেড়ে আশপাশের এলাকায় অবস্থান নিতে বাধ্য হন তারা।