জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের কোনো ম্যাচই হচ্ছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আর্মি স্টেডিয়ামকে ভেন্যু করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে দুর্ভাগ্যবশত আর্মি স্টেডিয়ামকে পাচ্ছে না বোর্ড। সেজন্যই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সরে গেল এনসিএলের সুপার ফোর ও ফাইনালের ভেন্যু।