বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, বিভিন্ন ক্যাম্পাসের কোন্দল নিরসনে সব ছাত্র সংগঠন একসঙ্গে কাজ করবে। ছাত্র সংসদ নির্বাচন ও ছাত্ররাজনীতি সংস্কারের বিষয়ে একমত হয়েছি। ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার চাই।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে ছাত্রশিবিরে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।