দেশে ডালিম চাষ না হলেও মাল্টা ফলের চাষ হয়। এ ফলগুলোর দাম দেশের মানুষের হাতের নাগালে। ডালিম ও মাল্টা ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে পাওয়া যায়। তবে কখনো কি শুনেছেন দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফলের দাম ৫০ হাজার টাকা!
বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। এক মাহফিলে দান করা দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।