জামায়াতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতারা বলেছেন, ‘ইসলামী ছাত্রশিবির আগেও ভয় পায়নি, এখনো ভয় পায় না। একই সঙ্গে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে সতর্ক করছি, আপনারা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলে যে সুপারিশ করেন, এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না।’
শুক্রবার (৩১ জানুয়ারি) ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিবিরের নেতারা এসব কথা বলেন।