দায়িত্ব গ্রহণ করেই যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে দেখা যাচ্ছে। ইউরোপ ও এশিয়ার অনেক শেয়ারবাজারে দরপতন শুরু হয়েছে। ডলারের বিপরীতে দর হারিয়েছে মেক্সিকান পেসো, কানাডিয়ান ডলার ও ভারতীয় রুপিসহ অনেক মুদ্রার।
মঙ্গলবার শুল্ক কার্যকর হওয়ার পর পাল্টা ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। পাশাপাশি চীন ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। এ প্রেক্ষিতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের গৃহীত এ পদক্ষেপে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।