|
টিসিবির এক টোকেন যেন সোনার হরিণ |
|
|
পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা শাহেদা বেগম। বয়স ৫০ ছুঁইছুঁই। ভোর থেকে অপেক্ষা করছেন টিসিবির ট্রাকের জন্য। দেরি হলে লাইনে পেছনে পড়তে হবে ভেবে, নাশতাও করেননি সকালে। এরপর প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ১১টায় এসেছে একটি ট্রাক। ট্রাক দেখে মুখে কিছুটা হাসি এসেছে। তবে বিপত্তি বাধে টোকেন দেওয়ার সময়। বরাদ্দকৃত পণ্যের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ থাকায় অনেকের মতো শাহেদারও টোকেন না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাস্তবে ঘটেছেও তাই। মানুষ বেশি থাকায় টিসিবির বিক্রয় সহকারীরা কিছু মানুষ জড়ো করে ঢিল দিয়ে টোকেন নিচের দিকে ছুড়ে মারেন। সেখান থেকে যে জোরাজুরি করে টোকেন নিতে পারে তার ভাগ্যেই পণ্য মেলে। এত মানুষের ভিড়ে শাহেদাও পাননি টোকেন। এ ঘটনা সোমবারের।
|
|
|
|
|