মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সৌদি আরবে শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন   * হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব এডভোকেট আবজাল হোসেন মৃধা   * আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইলেন শাহজাহান খান   * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত   * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার   * আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস আলম   * হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল   * ২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দাবি বিপিএসএমটিএর   * জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল   * তারাবির নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু  

   জাতীয়
২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দাবি বিপিএসএমটিএর
  Date : 03-03-2025

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালে মেডিকেল টেকনোলজিস্ট পদে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়েছে।

রোববার (০৩ মার্চ) বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ) এর সভাপতি মো. শফিকুল ইসলাম এবং মহাসচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবির কথা জানান।

বিবৃতিতে তারা বলেন ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃতরা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন। ফলে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইনি লড়াই শেষে সুপ্রিমকোর্টে রিট মামলাটি ২০১৬ সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা কেটে যায়।

 

আইনি জটিলতা কেটে যাওয়ার দীর্ঘ ৯ বছর পরেও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে ওই নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় নেতারা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীরা আর কোনো দিনই সরকারি চাকরি পাবেন না।

 
 

ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিপিএসএমটিএ-এর পক্ষ থেকে ২০১৩ সালের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বৈষম্য দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকট আবেদন-নিবেদন করার পরেও তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে নেতারা গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে আমরা যেকোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব এবং তার সকল দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।



  
  সর্বশেষ
অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু
রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা

প্রকাশক ও সম্পাদক: শাকিলা জাহান।
ঠিকানা : ৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: gmbangla23@gmail.com জি.এম বাংলার লিঃ (একটি অঙ্গ প্রতিষ্ঠান।)