মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সৌদি আরবে শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন   * হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব এডভোকেট আবজাল হোসেন মৃধা   * আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইলেন শাহজাহান খান   * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত   * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার   * আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস আলম   * হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল   * ২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দাবি বিপিএসএমটিএর   * জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল   * তারাবির নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু  

   আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ‘ইসরাইলের এজেন্ট’ নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব
  Date : 10-03-2025

ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা খলিল আল-হাইয়া সরাসরি আলোচনা হয়েছে। হামাসের সঙ্গে আলোচনা নিয়ে ইসরাইলি সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইসরাইলের এজেন্ট’ নয়। তবে বোহলারের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৯ মার্চ) কাতারের রাজধানী দোহায় হামাস নেতা খলিল আল-হাইয়ার সঙ্গে সরাসরি আলোচনা করেন ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলার। বৈঠকে আমেরিকা-ইসরাইল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।

আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বোহেলার। কয়েক সপ্তাহের মধ্যেই শুধু মার্কিন নয় সব বন্দিকে মুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে, হামাসের সঙ্গে বৈঠকটি মোটেও স্বস্তিকর ছিল না বলেও জানান মার্কিন বিশেষ দূত। বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র। তাই সংগঠনটির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ছিল তার জন্য ‘অস্বাভাবিক’। একইসঙ্গে ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

ইসরাইলকে ছাড়া হামাসের সঙ্গে মার্কিন প্রশাসনের বৈঠক হওয়ায় উদ্বেগ জানিয়েছে তেল আবিব। এ বিষয়ে বোহেলার বলেন, আলোচনার বিষয়ে ইসরাইলের অসন্তোষ তিনি বুঝতে পারছেন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরাইলের এজেন্ট হয়ে কাজ করছে না। ওয়াশিংটনের নিজস্ব স্বার্থ রয়েছে।

এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। বোহেলার এবং হামাস নেতা খলিল আল-হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরেই এই প্রতিবেদন প্রকাশিত হয়। অবশ্য এ বিষয়ে ওয়াশিংটন-হামাস কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

এরমধ্যেই গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সোমবার কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করছে ইসরাইল। ইসরাইলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, নেতানিয়াহু সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে।

অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের কাতার সফরের কথা রয়েছে।

আলোচনার আগেই হামাসের ওপর চাপ সৃষ্টি করতে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর আগে, গাজায় সব ধরনের ত্রাণের সরবরাহ আটকে দেয় তেল আবিব।



  
  সর্বশেষ
অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু
রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা

প্রকাশক ও সম্পাদক: শাকিলা জাহান।
ঠিকানা : ৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: gmbangla23@gmail.com জি.এম বাংলার লিঃ (একটি অঙ্গ প্রতিষ্ঠান।)