শুক্রবার, মে ১৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে রেমাল, আছড়ে পড়তে পারে উপকূলে   * বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন   * বিদেশ সফর স্থগিত করলেন জেলেনস্কি   * ভারতে পাল্টে যাচ্ছে তিস্তার গতিপথ   * রাফায় ইসরায়েলি হামলা আরও জোরদার, বাস্তুচ্যুত ৬ লাখ মানুষ   * রাজধানীতে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত   * ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান   * সৌদি আরবে পৌঁছেছেন ২১০৬৩ হজযাত্রী   * সম্পর্ক কীভাবে সুদৃঢ় করব সেটা নিয়ে আলোচনা হয়েছে : লুর সঙ্গে বৈঠক শেষে পরিবেশমন্ত্রী   * ইন্দোনেশিয়ায় বন্যায় ৫৮ জনের প্রাণহানি  

   আন্তর্জাতিক
রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত
  Date : 28-04-2024

রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তাহা নামের একটি পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির এক প্রতিবেশি তাকে আবু তাহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি। বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।

ওই প্রতিবেশি বলেন, আমি তাকে তাদের বারান্দা থেকে উদ্ধার করেছি। শিশুটি সেখানে ঝুঁলে ছিল। সেই হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।

ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা। তিনি কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সদস্য নন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির ওপর হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

হামাস কর্মকর্তারা যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার মিশরে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনায় অনুমোদন করেছেন। কারণ ইতোমধ্যেই কট্টরপন্থী মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলে তার সরকার ভেঙে পড়বে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে সেখানে ৬ মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৭৭ হাজার ৫৭৫ জন।



  
  সর্বশেষ
সিনিয়র না হলে জয়কে ধরে থাপড়াতাম: মিষ্টি জান্নাত
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে রেমাল, আছড়ে পড়তে পারে উপকূলে
মেসিকে ছাড়া খেলতে নেমে জয়রথ থামলো মিয়ামির
বিমানবন্দরের সামনে ফ্লাইওভারে প্রাইভেটকারে আগুন

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: gmbangla23@gmail.com জি.এম বাংলার লিঃ (একটি অঙ্গ প্রতিষ্ঠান।)